ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের এমএসএস দ্বিতীয় ব্যাচের ছাত্র আকিব খান ‘অধ্যাপক ড. নাসরিন খন্দকার স্মৃতি স্বর্ণপদক ২০১২’ পেয়েছেন।
এছাড়াও অধ্যাপক ‘ড. নাসরিন খন্দকার স্মৃতি বৃত্তি’ পেয়েছেন একই বিভাগের এমএসএস চতুর্থ ব্যাচের শিক্ষার্থী নাহিন রহমান ও আশরাফ হোসেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. নাসরিন খন্দকার মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক তাহীয়া তারান্নুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিক উজ জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এইচ আহমেদ কামাল এবং অধ্যাপক ড. নাসরিন খন্দকারের মাতা ড. হামিদা খানম ও স্বামী আলী আহমেদ জিয়াউদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের অধ্যাপক ড. নাসরিন খন্দকারের জীবন দর্শন ও মূল্যবোধ অনুসরণের মাধ্যমে আর্দশ মানুষ হওয়ার পরামর্শ দেন।
সততা, কর্তব্যপরায়নতা ও নিষ্ঠার সাথে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রো-উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ৪, ২০১৪