নোবিপ্রবি (ঢাকা): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ২য় অপেক্ষমান তালিকা থেকে আগামী ৮মে সাক্ষাৎকার নেওয়া হবে।
আসন শূন্য থাকা সাপেক্ষে সাক্ষাৎকার দাতাদের মধ্য থেকে ভর্তির অনুমুতি দেওয়া হবে।
৮মে A গ্রুপের অপেক্ষমান তালিকার মেধাক্রম ৭০১ থেকে ৮২০ পর্যন্ত এবং B গ্রুপের অপেক্ষমান তালিকার মেধাক্রম ৮৬১ থেকে ৯৬০ পর্যন্ত রোল নম্বর ধারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এছাড়া, A, B, C ও D গ্রপের যে সব ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ের চয়েস ফরম জমা দিয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটায় A গ্রুপের অপেক্ষমান তালিকার মেধাক্রম ৪১ থেকে ৫৫ পর্যন্ত রোল ধারীদের ওই দিন উপস্থিত থাকতে হবে।
এসব শিক্ষার্থীদের ৮মে সকাল ৯টায় উপস্থিত থাকতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। ওই দিন ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীদের অবশ্যই ভর্তি হতে হবে বলে নোবিপ্রবি প্রশাসন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৪, ২০১৪