ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ৪, ২০১৪
জাবিতে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘যুক্তি আমার তরুণ প্রাণে অরুণ আলোর দীপ্তি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন আয়োজন করেছে ‘রুচি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৪’।

সোমবার বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে।



রোববার দুপুরে টিএসসি’তে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দেশের বৃহত্তম অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি ও রুচি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৪ এর আহ্বায়ক দেবাংশু শুভ বলেন, যুক্তির আলো তরুণ সমাজে ছড়িয়ে দেবার উদ্দেশে দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আমাদের এ প্রচেষ্টা। এবারের আয়োজনে অংশগ্রহণ করছে সারা দেশের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি বলেন, ৬ মে মঙ্গলবার রয়েছে ‘আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা’। স্কুল বিতর্কে অংশগ্রহণ করবে সারাদেশের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও একইদিনে সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, ছাত্র-ছাত্রী, সংগঠক ও শিক্ষকদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

৭ই মে বুধবার থাকছে কলেজ পর্যায়ের বিতর্ক। কলেজ পর্যায়ের বিতর্কে সারাদেশের ৩০টি কলেজ অংশগ্রহণ করবে।

৮ মে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া ৯ মে শুক্রবার অনুষ্ঠিত হবে ‘আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’।

এবারের আয়োজনে দেশের অর্ধশতাধিক পাবলিক, প্রাইভেট, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।