ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে নন এমপিওভ‍ূক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ৬, ২০১৪
রংপুরে নন এমপিওভ‍ূক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রংপুর: রংপুরে এমপিওভ‍ূক্তির দাবিতে মান্ববন্ধন ও সমাবেশ করেছেন নন এমপিওভ‍ূক্ত স্কুল-কলেজ, মাদ্রসা ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং কারিগরিক স্কুলের শিক্ষক কর্মচারীরা।
 
মঙ্গলবার দুপুরে নগরীতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।



স্মারকলিপিতে বলা হয়েছে, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানুষ গড়ার কারিগড় হলেও তারা দীর্ঘ ১৫ বছর থেকে বিনা বেতনে ছাত্র- ছাত্রীদের পাঠদান করে আসছেন। নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো স্ব- স্ব বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত। মানবিক দিক বিবেচনা করে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করার দাবি জানান।

এর আগে তারা নগরীর কাচারী বাজার এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এক সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন- নন এমপিওভ‍ূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আইনুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।