ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ৬, ২০১৪
ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহের সকল নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভ‍ূক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহাসিক শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



শিক্ষক কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহম্মদ সুরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন শিবলী, প্রিন্সিপাল মাসুদুল খান আরিফ, প্রভাষক আকরামুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির অপেক্ষায় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক কর্মচারী ১০ থেকে ১৫ বছর যাবত বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছেন।

পরে নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।