ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষার্থী- ডাক্তার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, মে ৭, ২০১৪
ঢাবি শিক্ষার্থী- ডাক্তার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর এম আমজাদ আলী এ তদন্ত কমিটি গঠন করেন।



সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) অধ্যাপক শেখ আফতাব উদ্দিনকে প্রধান করে গঠিত চার সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক মাসুদুর রহমান ও শহীদুল্লাহ হলের এক আবাসিক শিক্ষক।

অধ্যাপক এম আমজাদ আলী বাংলানিউজকে বলেন, ‘আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের বিস্তারিত সাক্ষাতকার নিয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদনে উঠে আসা সমস্যাগুলো নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।