ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বৃহস্পতিবার থেকে রুয়েটে গ্রীষ্মকালীন অবকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৭, ২০১৪
বৃহস্পতিবার থেকে রুয়েটে গ্রীষ্মকালীন অবকাশ

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৮ মে)। এই অবকাশ চলবে ২৩ মে শুক্রবার পর্যন্ত।



বুধবার বিকেলে রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত রুয়েটের সব ক্লাশ বন্ধ থাকবে। এছাড়া ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত জরুরী বিভাগ ছাড়া রুয়েটের বিভাগীয় সব অফিসও বন্ধ থাকবে।

তবে গ্রীস্মকালীন অবকাশ চলাকালে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আগামী ২৪ মে শনিবার থেকে আবার রুয়েটের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময় : ১৬৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।