জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিভিন্ন কম দামী ক্যামেরা, স্মার্টফোন ও অ্যাপস ব্যবহার করে তোলা সব আলোকচিত্র নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী করেছে ‘ঢাকা গ্রাম’। ঢাকার অলি-গলি-রাজপথ-চিলেকোঠার নিত্য-নৈমিত্তিক দিনের ফটোগ্রাফিক জার্নালের নাম ‘ঢাকা গ্রাম’।
বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার। উদ্বোধনের পর মুক্ত গানের আসরে আহমেদ হাসান সানি এবং আকিল আশরাফ গান গেয়ে শোনান।
সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ‘ঢাকা গ্রাম’র এই দ্বিতীয় প্রদর্শনীতে ৩৩ জন আলোকচিত্রীর প্রায় ৯০টি ছবি প্রদর্শিত হয়।
আলোকচিত্রীদের মধ্যে রয়েছেন অনিন্দ্য কবির অভিক, আমিরুল রাজিব, আবেদীন সাফী, আসিফ মুস্তাকিম নিলয়, ইমতিয়াজ ইলাহী, ইমরান ফিরদাউস, ইসমাইল ফেরদৌস, ইশতিয়াক হোসাইন, এন্ডু বিরাজ, করিম ওয়াহিদ, কাজী তাহসিন অপূর্ব, কাজী গোলাম রাব্বানী, খালিদুল কবির নয়ন, খেয়া মেজবা, জামান মেহেদী আদনান তিলক, জেসিকা ইসলাম লিয়া, পলল ঘোষ, পন চাংমা, মাশরুর নিটোল, দর্শন চাকমা, দাউদ হেলাল ফাহিম, বিস্কুট, ফারহান চৌধুরী, সউদ আল ফয়সাল, সায়ান চৌধুরী অর্ণব, সাদাত হোসাইন, সাদী মুহাম্মাদ মাহাদী, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, স্ট্যালিন জোসেফ, শিফুল রিয়াদ, শিশির হক, শেখ মেহেদী মোরশেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৪