ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আর্থ ক্লাব এবার ভিকারুন্নেসা নুন স্কুলে

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ৮, ২০১৪
আর্থ ক্লাব এবার ভিকারুন্নেসা নুন স্কুলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

“সামান্য সচেতন হলেই আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি” এই ভাবনাটি শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাব ।

 জনতা ব্যাংকের আর্থিক সহায়তায় কিছু দিন আগেই তারা  শুরু করেছে পরিবেশ রক্ষায় প্রচারাভিযান।

এ প্রচারাভিযানে শেখানো হচ্ছে কীভাবে ফেলনা জিনিস থেকে নতুন কিছু তৈরি করা যায়। এতে ব্যাপক সাড়া মিলছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে। আর্থ ক্লাব এ পর্যন্ত এজি চার্চ স্কুল, মাইলসটন স্কুল, ডন বস্ক স্কুল, স্কুল অব হোপসহ মোট ৬টি স্কুলে প্রচার চালিয়েছে।

আর সর্বশেষ আয়োজনটি হয়ে গেল গত ৪মে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলের বসুন্ধরা শাখায় যেখানে বরাবরের মতোই শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে
দেখানো হয় কীভাবে আমরা আমাদের পরিবেশকে অসচেতন ভাবে নোংরা করছি। সেই সঙ্গে কীভাবে আমরা আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে পারি, তাও দেখানো হয়।

শিক্ষার্থীদের সঙ্গে বসেই পুরো আয়োজন মনোযোগ দিয়ে উপভোগ করেন শিক্ষক-শিক্ষিকারা। এমন একটা কাজে  মেয়েদের দেখে উচ্ছ্বসিত অভিভাবকরাও। ভিকারুন্নেসা নুন স্কুলের এক শিক্ষিকা আর্থ ক্লাবের এই ধরনের উদ্যোগের প্রসংসা করেন এবং আর্থ ক্লাবের  নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন,

এরকম পরিবেশ সচেতনতা মূলক উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া উচিত যাতে সবাই রাস্তায় ময়লা কাগজ, বোতল ইত্যাদি ফেলার আগে দ্বিতীয় বার চিন্তা করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব কর্তৃক গৃহীত এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশগত বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানো। আর্থক্লাব ১৯৯৬ সাল থেকে পরিবেশ রক্ষার জন্য এরকম পদক্ষেপ নিয়ে আসছে।

এই কার্যক্রমের সঙ্গে রয়েছে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।