ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল ১৮ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ৮, ২০১৪
এসএসসি পরীক্ষার ফল ১৮ মে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের মাঝামাঝিতে প্রকাশ হবে। আন্তঃশিক্ষা বোর্ড ১৭ অথবা ১৮ মে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে।



বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলানিউজকে বলেন, পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতায় আগামী ১৯ মে’র মধ্যেই ফল প্রকাশ  করা হবে।

রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রতিবার শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম বাংলানিউজকে বলেন, দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় তারিখ দিলেই ফল প্রকাশ হবে।

আগামী ১৭ অথবা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে চিঠিতে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সে দিনই ফল প্রকাশ করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এতে অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।