ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগামী শিক্ষাবর্ষেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ৮, ২০১৪
আগামী শিক্ষাবর্ষেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: আগামী শিক্ষাবর্ষেই ভাড়া বাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্য্যক্রম শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারীবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।



রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাচারীবাড়ি মিলনায়তনে প্রথম পর্ব আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। অতএব এর কোনো বিকল্প হবে না। স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী নিজে স্বয়ং রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে এসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান গওহর রিজভী।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার এমপি, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিম আহম্মেদহ অন্যান্যরা।

এদিকে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর কাচারিবাড়িতে ভিড় করছে হাজারো রবীন্দ্রপ্রেমি। প্রথম দিনের পরিবেশনায় মুগ্ধ আগত অসংখ্য রবীন্দ্রভক্ত ও দর্শনার্থীরা। এতে আনন্দিত পরিবেশনায় অংশ নেওয়া শিল্পিরাও।

রবীন্দ্রনাথের জন্মার্ষিকীতে আসা দর্শনার্থীরা জানায়, এ আয়োজন নতুন করে রবীন্দ্রনাথকে পরিচিত করে তুলবে নতুন প্রজন্মের সামনে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় ৮ মে (২৫ বৈশাখ) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিনব্যাপি অনুষ্ঠান শুরু হয়েছে। ১০ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত পরিবেশন, আবৃত্তি, নৃত্য, গীতি নৃত্য, কবিতা আলেখ্য, নাটক ও প্রবন্ধ পাঠ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।