রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নানা কর্মসূচি হাতে নেয়।
দিনটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের গ্যালারি রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাজমুল হক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিকুর রহমান, শিক্ষার্থী জিনাতুন নেছা জুই প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ৮, ২০১৪