সাভার (ঢাকা): ঢাকার সাভারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ শতভাগ পদন্নোতির দাবিতে মানববন্ধন করেছে সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক ফ্রন্ট সাভার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। এছাড়াও চাকরি ক্ষেত্রে শতভাগ পদন্নোতির দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।
মানবন্ধনে সাভার উপজেলা সহকারী শিক্ষক ফ্রন্টের সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক আনোয়ার উস-সাদাত সহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৪