ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় ২১ জন কলেজ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির কারণে ২১ জন পরীক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা বিধানের লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ১২, ২০১৪।