ময়মনসিংহ : জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির। শুক্রবার দুপুরে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৩ শিক্ষাবর্ষে জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮৭ জন ও জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জীবন নিয়ে বেবী মওদুদের লেখা রাসেলের গল্প, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এগুলো তুলে দেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির।
এসময় সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরি করতে চেয়ে ছিলেন। সোনার মানুষ তৈরির কারিগর হলেন শিক্ষকরা।
গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো: শামছুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক মতিউর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৪