রাজশাহী: ১৫তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে আগামি ১১ মে সিঙ্গাপুর যাচ্ছেন রাজশাহীর ফাহিম তাজওয়ার স্বচ্ছ।
৮ সদস্যের এই বাংলাদেশ দলে ৬ জন প্রতিযোগী ও ২জন কর্মকর্তা রয়েছেন।
রাজশাহীর সরকারি ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী ফাহিম তাজওয়ার স্বচ্ছ রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াডে প্রথম ও জাতীয় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেন।
১০ম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী ফাহিমের বাবার নাম শেখ মুজিবর রহমান এবং মাতার নাম বেগম রহমান।
বাবা শেখ মুজিবর রহমান রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, মে ০৯, ২০১৪