ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসচালক ও সহকারীকে রাবি শিক্ষার্থীদের মারধর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৪
বাসচালক ও সহকারীকে রাবি শিক্ষার্থীদের মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়: এক ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বাস চালক ও তার সহকারীকে মারধর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।



এ সময় ভাঙচুরের চেষ্টা করা হলে বাসটি পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান শনিবার দুপুরে বগুড়া থেকে ক্যাম্পাসে ফিরছিলেন।

নাটোর এসে রাজশাহীগামী বাস থেকে মাহবুবুরকে নামিয়ে নাটোর-রাজশাহী রুটের রোদেলা পরিহবনের অন্য একটি বাসে তুলে দেওয়া হয়। বাসের সহকারী তাকে সিট দেওয়ার কথা বলে ওঠালেও পরে তাকে সিট দেয়া হয়নি। এ নিয়ে সহকারী ও বাসের চালকের সঙ্গে মাহবুবুরের বাকবিতণ্ড‍া হয়।

পরে মাহবুবুর মুঠোফোনে তার সহপাঠীদের ঘটনাটি  জানালে দুপুর একটার দিকে তার সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বাসটি ঠেকিয়ে চালক ও সহকারীকে ব্যাপক মারধর করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে  বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।