ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবিতে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১১, ২০১৪
রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবিতে সমাবেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার দুপুরে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে এ সমাবেশে যোগ দেয় রাঙামাটি জেলা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র সেনাসহ আঞ্চলিক কয়েকটি ছাত্র ছাত্রসংগঠন।



রাঙামাটি পৌরসভা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজপথে সমাবেশ করে।

এ সময় ঘণ্টাব্যাপী সমাবেশের ফলে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রাশেদ, সদর থানা ছাত্রদলের সহ-সভাপতি তারের আজিজ, জেলা ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক প্রকাশ চাকমা, , জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান রেজা, জেলা ছাত্র সেনার সাধারণ সম্পাদক তারেক আজিজ, কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সুজন, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়‍ুয়া প্রমুখ।

বক্তারা মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম অনুমোদন করায় সরকারকে অভিনন্দন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।