ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ১১, ২০১৪
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সিলেট: কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সরকার নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করেছে।

রোববার বিকেলে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।



সিলেট সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে শিক্ষার ওপর গুরুত্ব দেয়নি উল্লেখ করে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়েছে। শিক্ষানীতি বাস্তবায়ন করেছে। এ সরকারের সবচেয়ে বড় সাফল্য সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে পারা।

হবিগঞ্জ সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার আহমদের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সালেহ উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অধিদফতর সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।

মতবিনিময় সভায় সিলেট বিভাগের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।