ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রিন ভার্সিটির সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৪
গ্রিন ভার্সিটির সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ঢাকা: বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম আরো জোরদার ক‍রার লক্ষ্যে গ্রিন ইউনিভাসিটি অব বাংলাদেশ চীনের ইউহান টেক্সটাইল ইউনিভার্সিটি এবং বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারার ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

গ্রিন ইউনিভাসিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মে চীনের ইউহান টেক্সটাইল ইউনিভার্সিটির এবং ১৩ মে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারার ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে৭ মে গ্রিন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান ওই দুই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কারিকুলাম, যৌথ গবেষণা প্রকল্প স্থাপন, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ ডিগ্রি ও বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজনের পাশাপাশি যৌথ উদ্যোগে বাংলা, ইংরেজি ও চায়না ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে সমঝোতা হয়।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ আশা করছে চীনের ইউহান টেক্সটাইল ইউনিভার্সিটি ও বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারার ইউনিভার্সিটির সঙ্গে করা দুটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম আরো জোরদার হবে। একইসঙ্গে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা এবং উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।