চাঁদপুর: কুমিল্লা বোর্ডের শীর্ষ ২০ স্কুলের মধ্যে চাঁদপুরের ৩টি স্কুল স্থান করে নিয়েছে।
স্কুলগুলোর মধ্যে ১১তম মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ্ বিদ্যালয়, ১৩তম আল আমিন মডেল একাডেমি ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ১৪তম স্থান দখল করেছে।
প্রাপ্ত তথ্য মতে, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ২শ ৮৪জন, এর মধ্যে অসুস্থতার কারণে একজন পরক্ষার্থী সব পরীক্ষায় অংশ না নেওয়ায় অকৃতকার্য হয়েছে। তবে ১শ ৩৮ জন পেয়েছে জিপিএ-৫। আল আমিন একাডেমীর মোট পরীক্ষার্থী ৪শ ১৩জন।
শতভাগ পাস করাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৫২জন। এছাড়া ১৪ম স্থান দখলকারী হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ২শ ৩৪জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১জন। তবে, জিপিএ-৫ পেয়েছে ১শ ১১জন।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা বাংলানিউজকে জানান, বোর্ডে গত বছর আমাদের অবস্থান ছিল ১৪তম, এবার তার উন্নীত হয়ে অবস্থান ১১।
তবে চাঁদপুরের শীর্ষ দুই স্কুলের অবস্থান কয়েক ধাপ নিচে নেমেছে। এর মধ্যে ২০১৩ সালে হাসান আলী উচ্চ বিদ্যালয় ছিল ১২তম আর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ছিল ৮ম।
অবস্থার নিচে না প্রসঙ্গে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, প্রতি ব্যাচ তো আর সমান ভালো হয় না। তাই অবস্থান একটু আগে পরে আসতেই পারে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪