ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় এসএসসি’তে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪
পাবনায় এসএসসি’তে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা:  এবারের এসএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজ জেলার শীর্ষে ও রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে ৮ম স্থান এবং পাবনা জেলা স্কুল জেলায় দ্বিতীয় ও বোর্ডের ১০ম স্থান অধিকার করেছে।

এছাড়া জেলায় সেরা ১০ এর মধ্যে রয়েছে প্রথম স্থানে পাবনা ক্যাডেট কলেজ, ২য় স্থানে পাবনা জেলা স্কুল, ৩য় স্থানে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪র্থ স্থানে বেড়া আল হেরা একাডেমি, ৫ম স্থানে ঈশ্বরদী ইু গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, ৬ষ্ঠ স্থানে পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল, ৭ম স্থানে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ৮ম স্থানে কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৯ম স্থানে ঈশ্বরদী সাড়া মারোয়াড়ী উচ্চ বিদ্যালয় এবং ১০ম স্থানে সাঁথিয়া ইমাম হুসাইন একাডেমি।

এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পাবনা ক্যাডেট কলেজের অধ্য উইং কমান্ডার আ ন ম আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, এই ফলাফলে তারা সন্তুষ্ট।

পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, বরাবরের মতো এবছরও পাবনা জেলা স্কুল এসএসসিতে আশানুরূপ ফলাফল অর্জন করেছে। এ জন্য তিনি শিক্ষার্থীদের এবং শিক্ষকদের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।