ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভোলায় পাসের হার ৮৯.১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪
ভোলায় পাসের হার ৮৯.১৮

ভোলা: ভোলায় এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭০ শতাংশ।

গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে।
 
এ জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৯ হাজার ৮২জন। এরমধ্যে ছেলে ৫ হাজার ১২৩ জন ও মেয়ে ৩ হাজার ৫৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৯৯৯ জন। যার মধ্যে মধ্যে ছেলে ৪ হাজার ৫৭৮ জন ও মেয়ে ৩ হাজার ৫২১জন।

গত বছরের মতো এ বছরও পাসের হারে ছেলেরা এগিয়ে রয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বরিশাল বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৪ হাজার ৭৬২জন। যাদের মধ্যে ছেলে ২ হাজার ৩৩৮ জন ও মেয়ে ২ হাজার ৪২৪ জন।
 
এদিকে, ভোলা জেলায় ১৫৬টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২১টি স্কুল। যা বিগত বছরের সেরা রেকর্ড।
 
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বরিশাল বোর্ডের সেরা ২০ স্কুলের তালিকায় স্থান পেয়েছে ভোলার একটি মাত্র স্কুল। বোর্ডে ১৩তম স্থানে থাকা স্কলটি হচ্ছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।