ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা স্কুল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৭, ২০১৪
চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা স্কুল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় এবারও দেশসেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ নিয়ে চতুর্থবারের মতো এসএসসি পরীক্ষায় দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটি।



শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে রাজউক উত্তরা মডেল স্কুল।

টানা চারবারের মতো সেরা ফলাফল অজর্ন করায় উচ্ছসিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকলেই বাধ ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে যেন স্কুলটির ভেতরে-বাইরে।

এই স্কুল থেকে এবার বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৫০৮ জন পরীক্ষার্থী।

এরমধ্যে বাংলা মাধ্যমের বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ২৮৮ জন। এদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাংলা মাধ্যমের বাণিজ্য মাধ্যমে মোট পরীক্ষার্থী ছিলো ৩৩ জন। যাদের ৩২ জনই জিপিএ-৫ পেয়েছে।

এদিকে ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭৯ জন। যাদের ১৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় মাধ্যম থেকে ১৫ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেলারেল ইনামুল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০১, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।