ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে সেরা ছেলেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪
সিলেটে সেরা ছেলেরা

সিলেট: সিলেটে সাফল্যের ধারা এবারও ছেলেদের ঘরে বেশি। গতবারের ধারাবাহিকতায় এবারও এসএসসির সার্বিক ফলাফলে এগিয়ে গেছে ছেলেরা।

তবে মানবিক বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে বেশি পাশ করেছে ছেলেরা। বোর্ডে ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৮০। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৯৭।

শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার দেশের ৭টি শিক্ষাবোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার নিচে হলেও গতবারের তুলনায় বেড়েছে পাশের হার ও জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৪১জন। যেখানে গত বছর জিপিএ-৫ এসেছিলো ২ হাজার ৭৮৯জন।

এদিকে জিপিএ-৫ এর দিক দিয়ে মানবিক ও বাণিজ্য বিভাগে মেয়েরা এগিয়ে থাকলেও বিজ্ঞান বিভাগে এগিয়ে রয়েছে ছেলেরা। বোর্ডের ৩ হাজার ৩৪১টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা ১ হাজার ৭৩২টি ও মেয়েরা পেয়েছে ১ হাজার ৯০৬টি।

বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৫৮৫ জন। পাসের হার ৯১ দশমিক ৬৪ ভাগ। এ বিভাগে ৬ হাজার ৯২১ জন ছেলের মধ্যে পাস করেছে ৬ হাজার ৩৫১ জন। পাসের হার ৯১ দশমিক ৭৬।

অন্যদিকে ৫ হাজার ৭২১ জন মেয়ের মধ্যে পাস করেছে ৫ হাজার ২৩৪ জন। তাদের পাসের হার ৯১ দশমিক ৪৯। এই বিভাগে ২৮২০টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১৫৪২টি ও মেয়েরা পেয়েছে ১২৭৮টি।

মানবিক বিভাগে ৪৮ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৪১০ জন। পাসের হার ৮৭ দশমিক ৯৩ ভাগ। এ বিভাগে ১৮ হাজার ৯৩৭ জন ছেলের মধ্যে পাস করেছে ১৬ হাজার ৯৯১ জন। পাসের হার ৮৯ দশমিক ৭২।

অন্যদিকে ২৯ হাজার ২৯৭ জন মেয়ের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৪১৯ জন। তাদের পাসের হার ৮৬ দশমিক ৭৬। এই বিভাগে ২৩৪টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৫২টি ও মেয়েরা পেয়েছে ১৮২টি।

বাণিজ্য বিভাগে ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৭৫৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৭০ ভাগ। এ বিভাগে ৪ হাজার ৩১৬ জন ছেলের মধ্যে পাস করেছে ৪ হাজার ৫৭ জন। পাসের হার ৯৪ দশমিক ০।

অন্যদিকে ২ হাজার ৮৯৩ জন মেয়ের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৯৮ জন। তাদের পাসের হার ৯৩ দশমিক ২৬। এই বিভাগে ২৮৭টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১৩৮টি ও মেয়েরা পেয়েছে ১৪৯টি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১৭ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।