যশোর: যশোর শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানে ফের উঠে এসেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। গতবছর খুলনা জিলা স্কুলের কাছে তারা শীর্ষস্থান হারিয়েছিল।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫২ জন শিক্ষার্থী ও খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের ৫৯ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
গত বছর ৪র্থ স্থানে থাকা খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় এবার ২য় স্থানে উঠে এসেছে। এই স্কুলের ৩১৮ জন ছাত্রীর মধ্যে ৩১৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৬৭ জন। এ স্কুলের পয়েন্ট ৯০ দশমিক ৪৫।
গত বছর শীর্ষে থাকলেও এবার ৩ নম্বরে নেমে গেছে খুলনা জিলা স্কুল। খুলনা জিলা স্কুলের ৪৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২৭ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১০ জন। এ স্কুলের পয়েন্ট ৮৮ দশমিক ৬৫।
গত বছর দু’ধাপ পিছিয়ে ৭ম অবস্থানে চলে যাওয়া যশোর পুলিশ লাইন স্কুল ৩ধাপ এগিয়ে ৪র্থ স্থানে রয়েছে। তাদের ৮৯ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন। এ স্কুলের পয়েন্ট ৮৮ দশমিক ৬০।
গত বছর একধাপ এগিয়ে ৫ম স্থানে আসা কুষ্টিয়া জিলা স্কুল এবারও তাদের ৫ম স্থান ধরে রেখেছে। তাদের ২৯৮ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন ছাড়া সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২২ জন। অর্জিত পয়েন্ট ৮৬ দশমিক ৫৮।
গত দু’বছরে অভাবণীয় ফলাফল দেখিয়েছে খুলনার ফুলতলা ক্যান্টনমেন্ট পাবলিক হাইস্কুল। গত বছর ২০তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে ৯ম স্থানে এসেছিল তারা। এবার আরও ৩ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে তারা অবস্থান নিয়েছে। স্কুলটির ৫২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।
৭ম অবস্থানে উঠে এসেছে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। গত বছর শীর্ষ ২০ এ তাদের অবস্থানই ছিল না। স্কুলটির ৮৫ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।
গত বছর ১৫তম স্থানে থাকা যশোর জিলা স্কুল এবার উঠে এসেছে ৮এ। তাদের ২২৪ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।
গত বছর ২০তম স্থানে থাকা খুলনা পাবলিক কলেজ এবার রয়েছে ৯ম স্থানে। তাদের ১৮৫ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। আর ১০ম স্থানে রয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়। তাদের ২৩৩ ছাত্রীর সবাই উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। গত বছর তাদের অবস্থান ছিল ১৭তম।
এছাড়া ১১তম থেকে ২০তম পর্যন্ত তালিকায় রয়েছে, মেহেরপুরের গাংনী স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়, যশোরের সেখ আকিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, যশোর দাউদ পাবলিক স্কুল, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, খুলনা ল্যাবরেটরি হাইস্কুল, বাগেরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১৭, ২০১৪