ঢাকা: এ বছর মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শনিবার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৯৪ দশমিক ১৪।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ২০১৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৫ হাজার ৭৭২ জন। উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ৬৩৮জন। এর মধ্যে এগিয়ে রয়েছে ছেলেরা। বিজ্ঞানে ছেলেদের পাশের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৯৩ দশমিক ১৭ শতাংশ।
চলতি বছর দাখিল পরীক্ষায় সারাদেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ২০৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
এবার দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ।
অপরদিকে সাধারণ বিভাগের পাসের হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ, মুজাব্বিদ বিষয়ে পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ ও হিফযুল কুরআনে পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
চলতি বছর দাখিল পরীক্ষার ফলাফলে সেরা তিনে নেই ঢাকার কোনো মাদ্রাসা। ৯১ দশমিক ৪৯ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে অধিকার করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। দি¦তীয় ও তৃতীয় স্থানে আছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং সারসিনা দারুসসানাত কামিল মাদ্রাসা।
তামিলুর মিল্লাত কামিল মাদ্রাসা ও সারসিনা দারুসসানাত কামিল মাদ্রাসার গড় পাসের হার ৮৮ দশমিক ০৪ শতাংশ ও ৮৭ দশমিক ০২ শতাংশ।
শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ফলাফলের কপি হস্তান্তর করেন।
বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘন্টা, মে ১৭, ২০১৪