ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশী কেন্দ্রে পাশের হার ৯৮.২৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪
বিদেশী কেন্দ্রে পাশের হার ৯৮.২৯ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে বিদেশী ৭টি কেন্দ্রে পাশের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ। পরীক্ষায় মোট ২৯৩ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ২৮৮ জন।

জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন।  
 
এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১০১ জন পরীক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪৮ জন।
 
রিয়াদে বাংলাদেশ এম্বাসী স্কুল থেকে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ১৬ জন।
 
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ কমিউনিটি স্কুল থেকে মাত্র ২ জন জিপিএ ৫ না পেলেও কৃতকার্য হয়েছেন শতভাগ পরীক্ষার্থী।
 
কাতারের দোহায় বাংলাদেশ মাশরুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল থেকে ৪৮ জন পরিক্ষার্থীর ৪৪ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ১১ জন। পাশের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ।
 
আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ কৃতকার্যসহ জিপিএ ৫ পেয়েছেন ৬ জন।
 
বাহরাইনের বাংলাদেশ স্কুল থেকে ১৯ জন পরিক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ১ জন।
 
রাস আল খায়মায় বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ২৩ জন পরিক্ষার্থীর মধ্যে মাত্র একজন অকৃতকার্য হয়েছেন। তবে কেউ জিপিএ ৫ পাননি।
 
বাংলাদেশ সময় ১৫৫৯ ঘন্টা; মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।