গাজীপুর: এসএসসির ফলাফলে জেলা শহরের সেরা প্রতিষ্ঠান হয়েছে ঐতিহ্যবাহী রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিছ আলী আযিযী বাংলানিউজকে জানান, এবার মোট ৩৩২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তিনি জানান, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে সেরা ফলাফল করেছে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৮৭ জনের মধ্যে ফেল করেছে ১৩জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৬জন।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১০৯ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯১জন। এ গ্রেড ১৮জন।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে ১৫৩ জনের সবাই পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫জন, এ ৮৫জন ও এ মাইনাস একজন।
রাজেন্দ্রপুরে অবস্থিত ইকবাল সিদ্দিক স্কুলে ৬১ জনের মধ্যে সবাই পাশ করেছে। এরমধ্যে ২৬জন জিপিএ-৫, ৩৪ জন এ ও একজন এ মাইনাস পেয়েছে।
হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে ১২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১১৯জন। জিপিএ-৫ পেয়েছে ৮জন।
বাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ২৯জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে তিনজন।
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১৭৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭১জন। জিপিএ-৫ পেয়েছে ১৪জন। ফেল করেছে তিনজন।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭২ জনের মধ্যে ১৬৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১জন।
চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে ৫৬জনের মধ্যে ৫৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০জন।
টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩২জন। এরমধ্যে ভোকেশনালের ৩৪জন রয়েছে।
কাপাসিয়ার আমরাইদ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ২৩জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করলেও কেউ জিপিএ-৫ পায়নি।
এদিকে গাজীপুর জেলার সব কেন্দ্রের ফলাফল একসঙ্গে সমন্বয় করার জন্য জেলা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। গাজীপুর জেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার সফিউল আলম জানান, ফলাফলের সমন্বয় করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১৪