পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জেলাওয়ারী ফলাফলের শীর্ষে রয়েছে নীলফামারী জেলা।
নীলফামারী জেলায় পাসের হার ৯৫ দশমিক ১১ ভাগ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, এবার এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে নীলফামারী জেলা। এ জেলায় পাসের হার ৯৫ দশমিক ১১ ভাগ।
এছাড়া ৯৫ দশমিক ০৫ ভাগ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৪০ ভাগ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লালমনিরহাট জেলা। ৯৩ ভাগ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দিনাজপুর জেলা। ৯২ দশমিক ২১ ভাগ পাসের হার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা।
ষষ্ঠ স্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা পাসের হার ৯২ দশমিক ০৫ ভাগ, সপ্তম স্থানে রয়েছে গাইবান্ধা জেলা পাসের হার ৯১ দশমিক ৯২ ভাগ এবং অষ্টম স্থানে রয়েছে পঞ্চগড় জেলা পাসের হার ৯১ দশমিক ৭৯ ভাগ।
জেলাওয়ারী জিপিএ-৫ প্রাপ্ত শীর্ষ জেলা হচ্ছে রংপুর। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৯৬ জন। ৩ হাজার ২৪৩ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুর জেলা।
এছাড়া নীলফামারী জেলায় ১ হাজার ৮৯৭ জন, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫৭৩ জন, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩৫৭ জন, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪৭ জন, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ২শ জন এবং পঞ্চগড় জেলায় ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৪