বান্দরবান: চট্টগ্রাম শিক্ষা র্বোডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বান্দরবান র্পাবত্য জেলায় পাসের হার ৮৬ দশমকি ২৮ ভাগ।
শনিবার সারাদেশে এসএসসি ও সমমানরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ছে।
বান্দরবান জেলার ৭টি উপজলোয় মোট বান্দরবানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬১ জন ছাত্র এবং ৯৩৭ জন ছাত্রী।
এর মধ্যে পাস করেছে ১ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন।
শতভাগ পাসের তালিকায় রয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বান্দরবান কালেক্টরেট স্কুল।
জেলা মাধ্যমকি শিক্ষা র্কমর্কতা গিয়াস উদ্দীন চৌধুরী জানান, গত বছরের মতো এবারো সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এবার এই স্কুলের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
১৭টি জিপিএ-৫ নিয়ে পরের স্থানে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এবং বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১১টি জিপিএ-৫ নিয়ে ৩য় স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মে ১৮, ২০১৪