ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯৯ শতাংশ।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত ২৭ টি বিষয়ে মোট ২০২টি কলেজের এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd, www.nubd.info পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
এছাড়া যেকোন মোবাইল থেকে nuH4< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
পরীক্ষা চলাকালীন দেশে অস্থিতিশীল পরিবেশ থাকা সত্ত্বেও প্রায় ৫ মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা সম্ভব হলো বলে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৪