ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ১৮, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯৯ শতাংশ।



গত ডিসেম্বরে অনুষ্ঠিত ২৭ টি বিষয়ে মোট ২০২টি কলেজের এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd, www.nubd.info পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এছাড়া যেকোন মোবাইল থেকে nuH4< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

পরীক্ষা চলাকালীন দেশে অস্থিতিশীল পরিবেশ থাকা সত্ত্বেও প্রায় ৫ মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা সম্ভব হলো বলে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।