বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ সাদ হত্যার ঘটনায় পুনরায় গঠিত সম্পূরক তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকৃবি উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এ টি এম জিয়া উদ্দিন।
উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হকের বাসভবনে সিলগালা করা অবস্থায় দুইটি তদন্ত প্রতিবেদন হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন, বাকৃবি রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, ডিন কাউন্সিলের আহ্বায়কসহ অনেকে।
এ সময় সম্পূরক তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এ টি এম জিয়া উদ্দিন বলেন, পূর্ববর্তী তদন্ত কমিটির তদন্তসহ সার্বিক দিক নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিশ্ববিদ্যালযের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কাজ করা হবে।
তবে সম্পূরক তদন্ত কমিটি প্রদত্ত প্রতিবেদনে সুপারিশকৃত বিষয়গুলো কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি উপাচার্য ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৪