ঢাকা বিশ্ববিদ্যালয়: কৃতিত্বপূর্ণ রেজাল্টের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভিন্ন বর্ষের ১০২জন মেধাবী শিক্ষার্থী বিভাগীয় বৃত্তি লাভ করেছেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভিন্ন বর্ষের বৃত্তিপ্রাপ্তরা হলেন এমবিএ ১৬তম ব্যাচের ৫জন, বিবিএ ১৭তম ব্যাচের ১২জন, বিবিএ ১৮তম ব্যাচের ১৭জন, বিবিএ ১৯তম ব্যাচের ২৭জন এবং বিবিএ ২০তম ব্যাচের ৩৫জনকে এই বৃত্তি প্রদান করা হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বিশেষ অতিথি এবং বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এছাড়া, একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হায়দার আহমেদ খান এফসিএ এবং অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মো: আবদুল হাকিম।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি দেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিভাগের নিজস্ব তহবিল এবং শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের অনুদানের আয় থেকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদানের লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রাক্তন ছাত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ ইতোপূর্বে ৫০ লাখ টাকার একটি চেক বিভাগকে প্রদান করেন।
এছাড়া, বিভাগে দুটি স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় আর্থিক অনুদানের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৪