ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ২০, ২০১৪
বাকৃবিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘খাদ্য নিরাপত্তা অর্জনে দেশীয় কৃষি বিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে বিভিন্ন অনুষদের কৃষি বিজ্ঞানী এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাউ) প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন ফাউ এর বাংলাদেশ প্রতিনিধি ড. মাইক রোবসন।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৫০ জন কৃষি বিজ্ঞানী। কর্মশালায় ৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়।

কর্মশালায় দেশীয় কৃষি বিজ্ঞানীদের অবদান তুলে ধরে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় কৃষি বিজ্ঞানীদের ভূমিকা অপরিসীম।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীদের সঙ্গে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা মিলিতভাবে কাজ করলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।

 বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।