রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক লিফলেট বিতরণকালে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক লিফলেট বিতরণকালে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। বক্তারা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সুমন অগাস্টিন সরেন, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন প্রমুখ।
এদিকে সমাবেশ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, আমাদের সমাবেশ চলাকালে কয়েকজন সহকরী প্রক্টর ও পুলিশ এসে বাধা দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ক্যাম্পাসে রাজনৈতিক মিছিল মিটিংয়ের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমরা তাদের কর্মসূচি না করতে অনুরোধ করেছি। বাধা দেয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২১, ২০১৪