ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে সাংবাদিকতা বিভাগে সান্ধ্য কোর্সে ভর্তি আবেদন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ২১, ২০১৪
রাবিতে সাংবাদিকতা বিভাগে সান্ধ্য কোর্সে ভর্তি আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদী সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ জুন পর্যন্ত।



বুধবার বিকেলে বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ যেকোনো ডিসিপ্লিনে ন্যূনতম স্নাতক (সম্মান) অথবা পাস ডিগ্রিধারীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিভাগের অফিস থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের মূল্য ৫০০ টাকা। কোর্সের মোট ফি এক লাখ টাকা। যা চার কিস্তিতে পরিশোধ করতে হবে। আসন সংখ্যা ৫০টি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০৭২১-৭৬১১১৩৬,  ০১১৯৮৩৩৯৯৪৪, ০১৭১২০৮৫৬০০ এবং ০১৭২৭৩১৮০২৭ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।