ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শিক্ষক-কর্মকর্তা পরিবারের জন্য বিশেষ বিমা সুবিধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ২১, ২০১৪
ঢাবির শিক্ষক-কর্মকর্তা পরিবারের জন্য বিশেষ বিমা সুবিধা

ঢাকা বিশ্ববিদ্যালয়: চাকরিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যু ঘটলে তার পরিবারের সদস্যরা নির্ধারিত হারে এককালীন আর্থিক বিমা সুবিধা পাবেন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ এ সুবিধা দেবে।



বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বীমা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে  ‘একটি গ্রুপ সাময়িক জীবন বীমা’ শীর্ষক এ  চুক্তিটি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বাক্ষরিত হয়।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর কোম্পানী সেক্রেটারি আবদুল্লাহ আল মনসুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।