ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমপিওভূক্ত করা হলো ১১ শিক্ষা প্রতিষ্ঠান

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ২২, ২০১৪
এমপিওভূক্ত করা হলো ১১ শিক্ষা প্রতিষ্ঠান ছবি: সংগৃহীত

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশের পর সরকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক এমপিওভূক্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



এমপিওভূক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- দিনাজপুর পার্বতীপুরের শহীদ মুক্তিযোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর গাংনীর লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, নাটোর সিটি কলেজ, রাজশাহী কোর্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গাইবান্ধার ধাপেরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, খুলনা বটিয়াঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জামালপুর সদরের শরীফপুর দাখিল মাদ্রাসা, রাজশাহী পবার দারুশা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সাতক্ষীরা শ্যামনগরের বিড়ালক্ষ্মী মাহিলা দাখিল মাদ্রাসা, বাগের হাট সদরের খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসা এবং নারায়নগঞ্জের ভূঁইঘর দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাছাই প্রক্রিয়া ও এমপিও করার পরেও যে কোনোভাবে এই কয়েকটি প্রতিষ্ঠান বাদ পড়ায় বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আদালতে রিট করা হয়।   
 
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রহী রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী মহিলা কোটা পূরণ না থাকলে তা পূরণ করা এবং শিক্ষকদের নিবন্ধন থাকলে আদেশ জারির তারিখ থেকে এমপিও কার্যকর হবে।

এতে আরো বলা হয়, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি জনবল কাঠামো অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারী নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, বাগেরহাট জেলার কচুয়ার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে নির্দিষ্ট শিক্ষার্থীর সংখ্যা পূরণ করতে না পরায় এই প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২২ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।