রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমে গ্রামীণ নারীকে উপস্থাপন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর গীতি আরা নাসরীন।
এতে সভাপতিত্ব করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ।
প্রবন্ধে প্রফেসর গীতি আরা নাসরীন বলেন, আমাদের গণমাধ্যমে প্রতিফলন ঘটে প্রধানত পুরুষ জনগোষ্ঠী ও শহর এলাকার। নারী সমাজ ও গ্রামীণ জনগোষ্ঠীর যেটুকু প্রতিফলন গণমাধ্যমে ঘটে, তাতেও অর্জনের চেয়ে দুর্দশা ও নির্যাতনের রূপটিই বেশি গুরুত্ব পায়।
গত চার দশকে বিভিন্ন ক্ষেত্রে দেশের যে অগ্রগতি সাধিত হয়েছে তার পেছনে গ্রামীণ নারীদের অবদানই বেশি বলে তিনি মন্তব্য করেন।
পরে সেমিনারে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪