ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটের ৪৪ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি শুরু ২৮ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ২৬, ২০১৪
সিলেটের ৪৪ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি শুরু ২৮ মে

সিলেট: সিলেট বিভাগের ৪৪টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৮ মে থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম ১২ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।

তবে পুনঃপরীক্ষণের ফল পরিবর্তনকারী শিক্ষার্র্থীরা আগামী ১৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।

এব‍ার শিক্ষার্থীদের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানে সনাতন নিয়মের পাশপাশি এবার ঘরে বসে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে বার্তা পাঠিয়ে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সিলেট বোর্ড সূত্র জানায়, একজন আবেদনকারী একাধিক কলেজ অথবা একই কলেজের একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে ১২০ টাকা করে চার্জ নেওয়া হবে।

২০১৩ সালের মতো এ বছরও নীতিমালা অনুযায়ী ৩শ’ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। তবে ৫০০ জনের বেশি হলে অনলাইনে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে ভর্তি বিষয়ক তথ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা স্ব-স্ব বোর্ডের (www.educationboard.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী ২২ জুন ভর্তির জন্য মনোনীতদের মোবাইল বার্তায়, স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।