জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় পুরাতন কলা ভবনের পাশে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ডিন কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, রেজিস্ট্রার
আবু বকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধনকালে উপাচার্য বলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামোগত পরিপূর্ণতায় আরো এক ধাপ এগিয়ে যাবে। স্বাধীনতার সমান বয়সী এ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের স্থায়ী ডিন অফিস ছিল না। আশা করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ডিন কমপ্লেক্স নির্মাণ কাজের জন্য প্রায় সত্তর লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থে দোতলার নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হারুন অ্যান্ড ব্রাদার্স এ কাজের ওয়ার্কঅর্ডার পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৪