ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল পরিবহন কর্তৃপক্ষ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ২৭, ২০১৪
জাবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল পরিবহন কর্তৃপক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রাজধানীর গাবতলীতে ভিলেজ লাইন পরিবহনের শ্রমিকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাসের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিলেজ লাইন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যৌথ সভায় এ দাবি মেনে নেয় তারা।



ভিলেজ লাইন পরিবহন মালিক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী ও প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। প্রমাণ সাপেক্ষে ভিলেজ লাইন পরিবহন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন।

আগামী পনেরো দিন মধ্যে গাবতলী বাস মালিক সমিতির সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিভিন্ন বাসের কাউন্টার স্থাপনের কথা জানানো হয়। অপ্রীতিকর ঘটনা পুনরাবৃত্তি রোধে দুই পক্ষ সচেতন থাকার অঙ্গীকার করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

গত সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে শ্রমিকদের। পরে বাসটি গাবতলীতে পৌঁছালে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে একটি ল্যাপটপসহ ৪টি মোবাইল ফোন লুটের অভিযোগ করে শিক্ষার্থীরা।

পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ৫টি বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।