ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট উপাচার্যের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মে ২৮, ২০১৪
কুয়েট উপাচার্যের মায়ের মৃত্যু

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের মা বেগম আশরাফুননেছা (৮৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নাইল্লাহি..........রাজিউন)। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।



মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগরস্থ পারিবারিক কবরস্থানে স্বামী ডা. মো. ইদ্রিসের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কুয়েট উপাচার্যের মায়ের মৃত্যুতে কুয়েট’র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘন্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।