ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার থেকে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ২৯, ২০১৪
রোববার থেকে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরু

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি আগামী রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষক সমিতির নেতারা।



সিন্ডিকেট সভা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাস-পরীক্ষা শুরুর ঘোষণা দিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, রোববার থেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আমাদের দাবি দায়ে আগামী ২১ দিন সময় বেঁধে দিয়েছি।

এদিকে, ছাত্রলীগের হাতে নিহত ছাত্রলীগ নেতা সাদ হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।