ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয় প্রাঙ্গণে পটকা ফোটানোয় শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ২৯, ২০১৪
বিদ্যালয় প্রাঙ্গণে পটকা ফোটানোয় শিক্ষার্থী আটক ছবি: প্রতীকী

সিলেট: বিদ্যালয় প্রাঙ্গণে পটকা ফোটানোর অভিযোগে এমদাদুজ্জামান জাফরুল (১৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করে গোলাপগঞ্জ থানা পুলিশ।



গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে জানান, জাফরুল দু’টি পটকা ফুটানোয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জাফরুল জানিয়েছে শবে মেরাজ উপলক্ষে পটকাগুলো কিনে এনেছিল সে। সহপাঠিদের চমকে দিতে সে এগুলো ফোটায়।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।