রংপুর: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসিতে ভালো ফল করেও রংপুর বিভাগে শিক্ষার্থীরা ভাল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ প্লাস ও এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের তুলনায় কলেজগুলোতে আসন সংখ্যা কম হওয়ায় অভিভাবকরাও এ নিয়ে চিন্তিত।
তবে কিছু ভালো কলেজে সচ্চল পরিবারের শিক্ষার্থীরা ডোনেশন দিয়ে ভর্তি হতে পারলেও দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা সেই সুযোগ থেকেও বঞ্চিত হবেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে মোট কলেজ রয়েছে ৫৪৩টি। এর মধ্যে রংপুরে ১০৯টি, গাইবান্ধায় ৭২টি, নীলফামারীতে ৬৬টি, কুড়িগ্রামে ৬৬টি, লালমিনরহাটে ৪২টি, দিনাজপুরে ১১১টি, ঠাকুরগাঁওয়ে ৪৮টি ও পঞ্চগড়ে ২৯টি।
২০১৪ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে ১ লাখ ১০ হাজার ৪৫৮ জন। এর মধ্যে রংপুরে পাসের সংখ্যা ১৯ হাজার ২৯৪ জন, গাইবান্ধায় ১৪ হাজার ১১ জন, নীলফামারীতে ১২ হাজার ২৯২ জন, কুড়িগ্রামে ১৩ হাজার ৩ জন, লালমনিরহাটে ৯ হাজার ২১৯ জন, দিনাজপুরে ২২ হাজার ১৩৪ জন, ঠাকুরগাঁওয়ে ১১ হাজার ৭৭০ জন ও পঞ্চগড়ে ৮ হাজার ৭৩৫ জন।
রংপুরের ১টি কলেজে গড়ে ১৭৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আর গাইবান্ধায় ১৯৫ জন, নীলফামারীতে ১৮৬ জন, কুড়িগ্রামে ১৯৭ জন, লালমনিরহাটে ২১৯ জন, দিনাজপুরে ১৯৯ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৪ জন ও পঞ্চগড়ে ৩০১ জন ভর্তি হতে পারবেন। কিন্তু দেখা গেছে, রংপুর বিভাগের ৯টি সরকারি কলেজে সকলেই ভর্তি হতে চায়।
ফলাফলে দেখা যাচ্ছে, রংপুর বিভাগের ৮ জেলায় এ প্লাস পেয়েছে প্রায় ১০ হাজার ৮২৭ জন। কিন্তু ভালো কলেজগুলোতে এই পরিমাণ আসন সংখ্যাই নেই। এছাড়া এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় আসলে এই লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রংপুর কারমাইকেল কলেজ, সরকারি রংপুর কলেজ, বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ- এই তিনটি কলেজে শুধু রংপুরই নয়, পাশপাশের জেলাগুলো থেকেও ছাত্রছাত্রীরা ভর্তি হবার চেষ্টা করেন।
অপরদিকে, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, আর সিসি আই স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু কলেজ রয়েছে। কিন্ত এসব কলেজের লেখাপড়ার খরচ অনেক বেশি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ৫১০টি। আর কলেজ সংখ্যা ৫৪৩টি। কলেজর সংখ্যা অনেক বেশি মনে হলেও মানসম্পন্ন কলেজের সংখ্যা খুব কম।
রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া জানান, আমাদের কলেজে প্রায় ১ হাজার ছাত্রীর ভর্তির হওয়ার সুযোগ রয়েছে। মেধার ভিত্তিতে ভর্তি করানো হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে সরকারি রংপুর কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বর্মনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসিনা বানু জানান, বিজ্ঞান, মানবিক, হিসাব বিজ্ঞান মিলে ৯০০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে।
মেধার ভিত্তিতে তাদের ভর্তি করানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৯, ২০১৪