রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সঙ্গে নাগরিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।
নাগরিক সাংবাদিকতা প্রসারের লক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকপত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষে বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ এবং পিএসটিসি’র পক্ষে পরিচালক মো. আখতারুজ্জামান স্বাক্ষর করেন।
অধ্যাপক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, ট্রেনিং অ্যান্ড কম্যুনিকেশনের ভারপ্রাপ্ত পরিচালক মো. আখতারুজ্জামান, অক্সফামের ক্যাম্পেইন কর্মকর্তা মৌসুমি বিশ্বাস।
রক্তারা বলেন, ‘পৃথিবীর অন্যসকল দেশের মতো বাংলাদেশেও নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সেবা রয়েছে। এসব সেবা প্রযোজ্য সব ক্ষেত্রে পাওয়া প্রত্যেকের নাগরিক অধিকার। যা জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে নাগরিক সাংবাদিকতা প্রসারের বিকল্প নেই। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, আকতার জাহান, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান রাসেল, এবিএম সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাগরিক কণ্ঠের প্রোগ্রাম কো-অর্ডিটের পারভেজ আহমেদ পাপেল।
বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৪