বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টর প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা না থাকার অভিযোগে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল কাইয়্যুম বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাণিত বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আলম, সমিতির সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল আফরোজ তানিয়া, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা কানিজ ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়্যুম।
বৃহস্পতিবার রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা।
পদত্যাগ পত্র পাওয়ার কথা নিশ্চিত করে রেজিস্ট্রার জানান, চার শিক্ষক বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিলেও, একদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সহকারী অধ্যাপক ফাতেমা কানিজ।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪; আপডেট-১৮৫৫