ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭২ ঘণ্টার আল্টিমেটাম বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ২৯, ২০১৪
৭২ ঘণ্টার আল্টিমেটাম বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ৬ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন।

একইসঙ্গে বৃহস্পতিবার থেকে সব ক্লাস ও পরীক্ষা বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমনরুমে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শুরুতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন নাইম বলেন, বৃহস্পতিবার বাস শ্রমিকরা আমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার ও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার জন্য প্রশাসনের কাছে শ্রমিক ও তাদের নেতাদের কঠোর শাস্তি দাবি করছি।

বারবার এ ঘটনাগুলো ঘটলেও আমরা কোনো লিখিত সিদ্ধান্ত নিতে পারিনি। তাই আজ আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে পেশ করছি। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ উল ইসলাম নয়ন লিখিত দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলো হলো- আাগামী তিন মাসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠীস্থ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার লক্ষে হল ও সীমানা প্রাচির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।

আগামী তিন মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকার আদায়ের পথকে প্রসারিত করতে হবে। প্রক্টর বডি ও নাম মাত্র প্রক্টরদের ন্যায্য অধিকার ও ক্ষমতা বহাল করতে হবে। গণপদত্যাগকৃত ৫ জন সহকারী প্রক্টরকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠীস্থ স্থায়ী ক্যাম্পাসের সামনে অতিদ্রুত স্প্রিড বেকার ও যাত্রী ছাউনি নির্মাণ করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো ৮/১০ হাজার টাকা নয় প্রতি সেমিস্টার খরচ তিন হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা।

লিখিত বক্তব্য পাঠ শেষে ফিরোজ উল ইসলাম নয়ন বলেন, এসব দাবি আমরা কলেজে প্রশাসনের কাছে লিখিত আকারে জমা দেব। তারা শনিবার থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে নয়তো বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সব ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল থাকবে।

বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।